ভুলেও কখনো মধ্যবিত্ত হয়ো না,
দোহাই লাগে, পাবে নাকো রেহাই।
নিম্নবিত্ত উচ্চবিত্ত বা বিত্তহীন,
হতে পারো যা ইচ্ছে তাই।
পারবে না চেয়ে খেতে,
অন্যের ধন হাত বাড়িয়ে টেনেও নিতে,
ভিক্ষাবৃত্তি হবে না, জানি,
মধ্যবিত্তের জীবন মানে-
জলে স্থলে দু'পা রেখে
সদা অমীমাংসিত মাঝে বেশ টানাটানি।
চোখ ভরা জল নিয়ে মুখে তুলে হাসি,
বলবে জানি ভালো আছি, ভালোবাসি,
আমি তো জানি, যতোই বলো মুখে-
ভালো আছি, বুকে তুফান বারোমাসি।