প্রতিযোগিতার কতো ধরণ, আয়োজনে কতো কিছু,
সফল হতে হাঁটছি খুব, দৌড়ে পার সমতল উঁচুনিচু।
ঘোর ব্যস্ততায় কাটছে সময়, কাটছে যতো রাতদিন,
একটু একটু এমনি করে ফুরিয়ে হচ্ছি শেষ প্রতিদিন।
রঙিন রঙিলা দুনিয়ার রূপের কূপে পড়ে ভুলছি সব,
টুপ করেই ঝরে পড়বো হয়তো কোনো দিন নীরব।
যাচ্ছি দ্রুত হেঁটে দৌড়ে হামাগুড়িতে মৃত্যুর দুয়ারে,
ভোগ বিলাসের এ' ভুবন ছেড়ে যেতেই হবে কবরে।
যতো সাজাই আশপাশ, ঘর বাড়ী, ছোট্ট জীবনটাকে,
ছেড়ে ছুড়ে সব শূন্যই যেতে হবে মৃত্যুর স্বাদ ছেঁকে।
মৃত্যু হলেই শেষ, সব শেষ সমস্ত কিছু, ভাবনা ভুল,
মৃত্যু মানে অনন্ত সে জীবন, হিসেবে কানাকড়ি চুল।
বলি মনকে, কেনো বুঝো না আসল ও নকল তফাৎ!
পড়ে রও এই মিছে মায়া মরীচিকায় সমস্ত দিনরাত!
ভোলো, ভোলো সব খোলো আঁখি, জ্বালো হৃদ'বাতি,
ওপারে পেতে সুখ কিছু সঞ্চয় ত্যাগের মহিমা গাঁথি।