নারীর সামনে অবনত চোখ, নতদৃষ্টি পুরুষের,
মা ভগিনী স্ত্রী হয়ে ধারা ধরে রেখেছে মানুষের।
পিতার সম্মান সমুন্নত রেখেই তিন গুণ মায়ের,
সে মায়ের পদতলে সন্ধান মিলে স্বর্গ নরকের।
সৃষ্টির শ্রেষ্ঠ জাতিরও আরো শ্রেষ্ঠ ভীষণ মাতা,
স্রষ্টার পর আসনে সে মা মা মা অত:পর পিতা।
সাহসী পিতা টানছেন বেশ সংসার নামক ঘানি,
জীবন মৃত্যুর মুখোমুখি মা বাঁচেই-বা যতখানি!
একজন গরিয়ান হলে অন্যজন হবে গরীয়সী,
একজন মহিয়ান হলে অন্যজন হবে মহীয়সী।
স্রষ্টাকে চাইলে পেতে সে যেনো খোঁজে মা বাপ,
এ দুইয়ের সন্তুষ্টিতে স্রষ্টাও তুষ্ট, নয় অভিশাপ।