ক্লান্ত পথিক হে,
তুমি চেয়ো নাকো ফিরে, হয়ত পাবে না আর চলার ছন্দ।
এখানে কাটা-ছেড়া-মরা-পচা লাশের গন্ধ, ভীষণ দুর্গন্ধ।
এখানে মানুষে মানুষে দ্বন্দ্ব, মানুষে অমানুষেও বড় দ্বন্দ্ব।
কিছু বেশ সুবিধাবাদী, কিছু বিবেক-বুদ্ধিহীন কানা, অন্ধ।
কিছু এমনি- চোখে কানে তালা আঁটা, মনের দুয়ার বন্ধ।
সে একখণ্ড আগুন নীরবে নিভৃতে পুড়িয়ে দিচ্ছে আমায়,
খুব অচেনা, অসহ্য লাগে, নিত্যদিন ছাই ভস্ম করে যায়।
বড্ডো অসহায় লাগে, অতৃপ্তির ঝাপটায় যাতনা বারবার,
অন্দরে অনন্ত জাগে নষ্ট কষ্টের ভীষণ কুৎসিত চিৎকার।