দুঃখিত, আজও বসছে না বিজ্ঞ বিচারের আসর,
নতুন আরোও অভিযোগ সাজিয়ে বসেছে বাসর।
কতো ধরণ, অজস্র নালিশ ও সালিশে স্তুপকায়,
তবুও নিশ্চুপ মহাজন, জনগণ বেজায় নিরুপায়।
আমিও অজ্ঞাত এক আসামী, নীরব, খুব গম্ভীর,
ন্যায্য বিচারের আশায় স্রেফ অপেক্ষমাণ অধীর।
দোষী নির্দোষ, সেও বেশ সময়সাপেক্ষ ব্যাপার,
ধীরে ধীরে চারদিকই যেনো কুয়াশাচ্ছন্ন আঁধার।