সামান্য কী-ই বা আছে আমার!
কী-ই বা আছে সে অর্জন আর!
এ' দু'চার কথায় আর কারো হৃদয় পর্যন্ত কি আসলেই পৌঁছা যায়!
কারো হৃদয় ছোঁয়ার সে সামর্থ্য কি বস্তুতপক্ষে গ্রহণ করে আমায়!

নিজের কাছেই পরাজিত সৈনিক আমি, বারে বারে যুদ্ধে হেরে যাই,
নিজের ভেতর তুফান তুলে রোজ রাত্রির আঁধারে নিজেকে হারাই।

এ' জনমে যেনো তেনো মানুষ হয়ে গেছি,
পর জন্মে আর মানুষ হবো না মিছেমিছি।
হয়তো একটা রঙিন পাখি হবো, কিংবা শাদা ধবধবে কাঠগোলাপ!
কেউ যত্ন নিলে ধন্য হবো, কিংবা আকাশে হবে কিছু মুক্ত আলাপ!

উড়ার স্বাধীনতা পেলে খুুউব ঘুরে বেড়াবো গোটা দুনিয়ার কক্ষপথ,
কথা দিলাম কেউ বন্দি করে নিলেও কষ্ট পাবো না, এ স্রষ্টার শপথ।