সৃষ্টি করেছেন প্রভু স্রেফ এক ফোঁটা না-পাক দিয়ে,
তবু কী মিথ্যে অহংকার এই মাটির দেহখানা নিয়ে।

সব তো ক্ষণিকের বাহাদুরি, আজ আছে কাল নাই,
মানুষের কিছু নেই, সমস্ত কিছুর মালিক আল্লাহ-ই।

পাঠিয়েছেন তিনি দুর্বল মাংসের দেহ ধরণীর বুকে,
ধীরে করেছেন প্রতিপালন, শক্তি সঞ্চার বুকে মুখে।

সে দেহ পচে গলে মিশবে মাটিতে, অস্তিত্ব বিলীন,
নাম পরিচয় মুছে যাবে ধীরে, ভুলে যাবে দিন দিন।

পার্থিব কোনো কিছুই তো নয় চিরস্থায়ী চীর অম্লান,
সমস্তই ধ্বংস হবে, চীর উন্নত রবে- আল্লাহ মহান।