বলি অজানা গল্প এক, মনোযোগে শুনো।
উপরে রঙিন চামড়ায় সাজানো মোড়ানো।
ভেতরে আমি বেশ ভাঙাচোরা এক মানুষ!
হাঁটা চলা বেশ স্বাভাবিক, ভেতর নেই হুশ।
দু'চোখের পাপড়িজুড়ে শুধু মেকি স্বপ্ন মাখি,
বুকের গভীর তবু কিছু আশা জমিয়ে রাখি।
হাত বাড়িয়েই ছুঁই শুধু রাশিরাশি অবহেলা,
চোখ খুললেই আকাশজুড়ে আঁধারের খেলা।
হৃৎপিণ্ডের ঠিক মাঝখানটায় দুঃখের নহর,
পায়ের তলায় পড়ে আছে গোটা নষ্ট শহর।
পাঁজরের খাঁজে খাঁজে দুঃখের পাহাড় জমা,
ভুল করেও নিজেকে করতে পারিনা ক্ষমা।
আমি এক ভাঙাচোরা মানুষ, বুঝিতে বাকি,
খণ্ডিত দণ্ডিত এমন মানুষ কেউ পুষে নাকি!