ধর্ম যাদের খোলস কেবল, কার্যকলাপ তো তেমন নয়,
ধর্মকে তারা পায়নি মোটেও, ধর্মও তাদের করেনি জয়।
উঁচু-নিচু ভেদাভেদ করেই চলে, ভাবে শুধু আপন পর,
আপনকেও করে দূরের কেউ, দূরের কেউ আপন ঘর।
বাইরে যতোটা ভালো মানুষি, অন্দরে ভীষণ অন্ধকার,
স্বার্থসিদ্ধির অজুহাতেই মানিয়ে চলে, অন্তরে অহংকার।
মনুষ্যত্ব জাগেনি তেমন, লক্ষ্যভ্রষ্ট বিপথের যাত্রী তারা,
হিংসে লোভ আর বিদ্বেষে ভরা, দিকভ্রান্ত ও দিশেহারা।