কারাগারের দেয়ালে কিছু লিখা ছিলো,
ভেবেছি এঁকে গেছে কেউ এলোমেলো।

না, বরং তেমনটা নয় কোনো, মোটেও,
এগিয়ে পড়তেই ঘেমে যায় দু' চোখও।

''বিরোধী নিধনে হায় এ কেমন বিধান!
কারেগারেই প্রভু পেয়েছি তোর সন্ধান।''

লেখাটা পড়ে বুকে ধরেছে এক কাঁপন,
এই বুঝি যায় প্রাণ, দৃষ্টিতে শুধু কাফন।