তোমার জন্য-
এক খণ্ড আকাশ
এক ফালি রোদ
এক চিলতে জোছনা
এক ঝাপটা বাতাস
এখনো আছে থেমে।
জলপ্রেমী তুমি,
মেঘের কাছে জল চেয়ে চেয়ে-
ভুলেছো সোনালি রোদ
রূপালি জোছনা
মজেছো যে গভীর অশ্রুপ্রেমে।