এ' যেনো জীবন নদী,
চলে নিরবধি,
জোয়ার স্রোতে উত্থান যদি-
অধোঃটান ভাটার টানে, সুখে দুঃখে।
সুখে তো খুব হাসিখুশি মুখে,
সামান্য দুঃখে-
শোকে অসুখে,
ভাসাই বুক শ্রাবণ দু'চোখে।
প্রপ্তির আনন্দে সরব,
নির্দ্বিধ গৌরব,
ভুলি খোদা রব,
অপ্রাপ্তির ব্যাপ্ত আপত্তি মুখে।
অক্ষমতায় দায় দোষ স্রষ্টার,
দোষ নেই চেষ্টার,
মাথা নোয়াবার-
সক্ষমতার মোক্ষম সময়ে কে শেখে!
রিপুর তাড়না বেড়ে-
সম্মুখে এলে তেড়ে,
যাই ভোলে মাথা নেড়ে-
ভাই আছি স্রষ্টার সম্মুখে!
গোপন বীজ পাপ ও পুণ্যের,
ন্যায় আর অন্যায়ের,
গুঁজে আছে মগজের-
ভাজে ভাজে, নাচে মানব স্বভাব দেখে।
আপনা হতে খোদ-
যদি না-জাগে বোধ,
কী বেধে রাখে মূর্খ নির্বোধ!
বোধোদয় কী মলম মেখে?
যদি বিবেকের দংশনে-
বিবেক না-জাগে মনে,
অলি পীর কোন জনে-
তাবিজ দোয়া মন্ত্র লিখে!