চোখের কোণে দু'এক ফোঁটা অশ্রু নিয়ে ভাবি;
ভাঙা হৃদয়ের অন্তরালে কী আছে সুপ্ত দাবী!
গায়ে লেপ্টে থাকে আবেগ যেনো ধুলোবালি।
সিল্কের জামা ছিঁড়ে হাতে বাহুতে লাগা কালি।
জেলের জালের মতো মিটমিট জ্বলে আলো।
তবু গোরস্থানের রাস্তা বরাবর ভীষণ কালো।
সন্ধ্যার আঁধারে কী হিম হিম ভয় লাগে বুকে।
এক টুকরো রঙিন কাচের মতো আলো মুখে।
ঋতুর পরিবর্তনের মতো প্রিয় মানুষ বদলায়।
পুরস্কার না পেলে ভয়ানক তিরস্কারে ভাসায়।
ঈর্ষার নীল বিষে দ্রুত পিষে যায় ব্যর্থ আত্মা।
আধা-আধির হিসেব কষেই হুশ হারায় কর্তা।
চোখের কোমলতা ভেদ করে হতাশারা কাঁদে।
সময় বাহনে চড়ে প্রবেশ করি মৃত্যুর প্রাসাদে।