বাতাসের শব্দে গুন-গুন কান্নার আওয়াজ,
জানালাতে আকাশটাই ভেঙে পড়ছে আজ।
কাচের উপর ঝরছে মেঘেদের অশ্রু ভীষণ,
কাঁদছে মন, গুনছে সে মন খারাপের ক্ষণ।
আত্মার ভেতরটা আরেকটা জগৎ-সংসার,
চাওয়া পাওয়া সমীকরণে গোপন সৎকার।
ভুল বানানে নিজের নাম লিখে ফেলা বিশ্রী,
তারচেয়ে ঢের কুৎসিত আগুনের আহাজারি।
ভেজা পাখিদের উড়া-উড়ি নিষেধ এখানো,
ডানাভাঙা গাঙচিলের কান্না কি কেউ শুনো?