নিজের ফুরিয়ে যাওয়া দেখতে দেখতে প্রতি রাতে পড়ি ঘুমিয়ে।
জেগে উঠি ক্ষয়ে যাওয়ার ভয় বুকের অদৃশ্য সমুদ্রে বয়ে নিয়ে।
পুনরায় ভুল সমীকরণে ভুল সমীক্ষায় জীবনের ছকে হই মুগ্ধ।
আবার শুরু করি খুব বেঁচে থাকার মিছে ছলনায় রুদ্ধশ্বাস যুদ্ধ।
আমি ভুলেই যাই মাটির ঘ্রাণ, কাদার আদর, বাতাসের সুবাস,
ভুলে যাই মেঘ গর্জন, বৃষ্টির নৃত্য, ঝিঁঝিঁর ডাক, কুয়াশার শ্বাস,
দিব্যি ভুলে যাই পাখির গান, ফুলের সৌরভ, জোছনা জৌলুস।
বারে-বারে ফিরে ফিরে আসি ফুরিয়ে যাওয়ার শতত মিছিলে,
নিজের ফুরিয়ে যাওয়া দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ি নিখিলে।
ফুরিয়ে যাওয়ার স্রোতে ভেসে যেতে জেগেই উঠি শুভ্র সকালে।