ভালোবাসার একটা চিঠি লিখিস আমার জন্য,
সুন্দর একটা চিঠিতে এই আমায় করিস ধন্য।
যদিও তুই পত্রালাপের যুগে জন্মাসনি মোটেও,
যদিও ডাকঘর পাবি না অনেকটা দূর হেঁটেও,
তবুও তুই একটা চিঠি লিখিস এ' আমার তরে,
ভালোবাসার একটা চিঠি হৃদয় উজাড় করে।
চিঠির ভাষায় গল্প বলবি তোর দৈনন্দিন সব,
হাসবি গাইবি সুখের গান, দুঃখ পেলে নীরব।
কী রাঁধলি, বাড়লি কিবা খাওয়ালি কখন কাকে,
কে দেয় হেলা ঘৃণা বা আদর করে কে ডাকে।
কে তোর বন্ধু হয়েছে, কে কে খুব রাখে দূরত্ব,
কাদের কাছে ভালো থাকিস, কে দেয় গুরুত্ব।
বকে কি কেউ, কারণে অকারণে ঝাড়ে রাগ?
কে নেয় কড়াগণ্ডা উসুল, দেয় অল্পস্বল্প ত্যাগ।
পছন্দের তোর খাবার-দাবার পাস কি খেতে?
দেয় কি প্রয়োজনে পোষাকাদি প্রসাধনী নিতে?
আমাকে লিখিস খুব বৃষ্টিতে মন খারাপ হলে,
লিখিস জোছনাভরা রাত দেখে আনন্দ পেলে।
লিখিস তুই শীতের সকাল পিঠা পুলি চা নিয়ে,
আরো লিখিস মধুমাস গ্রীষ্মের খবর জানিয়ে।
কী কী খাবি নিবি, কী আর দাবি তা লিখে দিস।
আমার খবর চেয়ে অন্তত একটা চিঠি লিখিস।