হে আলো,
তোমার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে এক-মুঠো আঁধার,
তুমি দ্রুত পায়ে হনহনিয়ে দৌড়ে এসে গ্রহণ করো তা।
তুমি মেলে মেলে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো কী তার বার্তা।
প্রতীক্ষার ক্ষণ ফুরোলে মেলে দেবো দুই বাহু আবার।
দশ দিগন্তে তরঙ্গ উঠে খুব, ভাঙে কূল ব্যাকুল ব্যথায়।
তোমার পায়ের কাছেই নত করেছি হাত রাতের নামে।
আঁধারের ঝলকানিতে ঝনঝনিয়ে ঝরে নিদ্রা, প্রণামে।
যুক্তির পাহাড়ও ভেঙে পড়ে নীরবতার ব্যাপ্ত আঙিনায়।
খিড়কির দুয়ার খুলে প্রশস্ত করি দৃষ্টির সীমানা ঐ দূরে,
আমি মেলে ধরি বাহু, আলিঙ্গনে জড়াই বহু, নিষ্ফল।
তবু এ আঁধারের দখলে সর্বস্ব নিয়ে জ্বলে দুঃখ সকল।
মৃত্যুকীর্ণ পথ মুখ কেলিয়ে হাসে, নতুন জন্মের ভোরে।