যদি যাই সরে, দূরে, ধীরে ধীরে...
যদি যাই ভুলে তুরে, ধীরে ধীরে..
যদি যাই পথ ভুলে, ভুল'র তীরে..
যদি যাই ডুবে আঁধারের গহ্বরে..
যদি যাই হারিয়ে সে অন্ধকারে,
যদি যাই ভ্রান্ত পথে ফের ফিরে!!
কখনো কি হে তুমি চাইবে ফিরে?
ভালোবাসায় কিছু রাখিবে ঘিরে?
কখনো কি ফিরাবে পুরানো ঘরে?
ফিরাবে কি হে আদর যত্ন করে?
যদি ত্যাগ করো কভু, নাই রেহাই।
কার কাছে গিয়ে যে চাইবো ঠাঁই!
বলো কার কাছে এ' মাথা ঠুকাই!
ভাঙ্গা হৃদয়ের ব্যাকুলতা জানাই!
কার কাছে বলো হে আশ্রয় চাই!
কার কাছে গিয়ে হে অশ্রু বিলাই।
কেউ নেই বুঝে হৃদয়ের অনুতাপ!
কে বুঝে হৃদয়ের গোপন সংলাপ!
কে আছে আর মুছে দেবে পাপ!!
কে আছে মুছে আত্মার অভিশাপ?
অক্ষম স্ত্রী-পুত্র, অচেনা মা-বাপ!
অসহায় দুনিয়া আসমানের মাপ।
পাথর দু'চোখ, হৃদয় মরু চৌচির,
স্তব্ধতা জমে জমে দুটি ঠোঁট স্থির।
মন্দা গতির জীবন কায়া ক্লান্তির,
দাও হে আজ এক বার্তা শান্তির।
ভেঙে চুরমার করো দুরত্ব দেয়াল,
রেখো না, রেখো না ব্যপ্ত আড়াল।
ভালোবেসে দাও এক শুভ্র সকাল,
যে সকাল পায় তোমার-ই নাগাল।
আনন্দে আত্মহারা, শীর্ণ কংকাল,
বাঁধভাঙা উল্লাসে সেকাল একাল!