মনে হয় আজ এক কোটি বছর পেছনে ফেলে
এসেছি হেটে অজানায়, দু'চোখে হতাশা খেলে।
ভোরের দুয়ার খুলে গেলে থেমে যাবে আকাশে
রুপালী জোছনা আসর, মিলবে না তৃপ্তি শেষে।
বাতাসের মাঝে লুকিয়ে থাকা শব্দ নীরব এসে
কানেতে গায় দুঃখগীতি, ব্যঙ্গ-নৃত্য করে হেসে।
নাম পরিচয় আবাস গিয়েছি ভুলে একে একে-
সময়ে' তফাতে, রক্তক্ষরণ দগ্ধ হৃদয়ের বাঁকে।