কখনো কখনো এই শহরের রাস্তাজুড়ে দুঃখরা হাঁটে,
কখনো কখনো স্বপ্ন হারিয়ে গেলে নির্ঘুম রাত কাটে।
কখনো কখনো পাক্ষিক পত্রিকার মতো সুখও আসে।
দিনশেষে শহরের নর্দমাতে হোঁচট খেয়ে পড়ে ভাসে।
বৃষ্টি কিংবা মেঘ স্পর্শ করতে না পারার দুঃখ আছে-
কারো কারো, যদিও তেমন কেউ ভালো নেই পাছে।
বাতাসের ঝাপটায় উড়ে যাওয়া ছাউনিটা কি জানে
কতোটা আশ্রয় দিয়ে মাথার উপর ছিলো সবখানে!
কতোটা অসহায়ত্বের আঁচড় টেনে দিয়ে গেছে সেও,
জানে না কতোটাই ভিজিয়ে ভাসিয়ে নিয়েছে তাও।