তুমি যতোটা কৌতূহল,
চাওয়া পাওয়া,
আশা নিরাশা,
সুখ দুঃখ,
আনন্দ বেদনা,
প্রেম বিরহ,
মান অভিমান,
ভালো লাগা মন্দ লাগার-
                দৃষ্টি নিয়ে কাউকে দেখো,
ঠিক তেমন কিছু দৃষ্টি নিয়ে কবি-
আকাশ বাতাস,
চন্দ্র সূর্য,
তারা নক্ষত্র,
জোছনা অমাবস্যা,
পাহাড় সাগর,
বৃষ্টি ঝর্ণা,
ফুল পাখী,
ঊষা গোধূলি দেখে।
একটা খরগোশের বেড়ে ওঠা দেখে দেখে
এই এক জনম কাটিয়ে দেয়া যায়।
একটা গোলাপের প্রস্ফুটন দেখে দেখে-
হাসতে হাসতে মৃত্যুকে বরণ করাই যায়।