দেহখানা আছে পড়ে, পুড়ে গেছে মন,
অজানা কারণেই বড়ো পুড়ছে জীবন।

সন নাই মাস নাই দিনের নাই খোঁজ,
মানুষ মরে একবারই, খুন হয় রোজ।