সাগরের জলরাশির মতো ভাসছে অতীতের বয়স।

বর্তমানটাও পার হয়ে যাচ্ছে বেশ সরীসৃপ গতিতে।

ভবিষ্যতের চাঁদ কুয়াশা ফেটে বেরিয়ে আসবে তো!

মনের গভীর শীত পেরিয়ে বসন্তের আগমনী বার্তা।

বাতাবিলেবুর ঘ্রাণের মতোই ছড়িয়ে পড়ছে স্বপ্নরা।

জন্মদিন গুনতে গুনতেই যে ক্রমশ বৃদ্ধ হয়ে উঠছি।

চোখ  বন্ধ করে দাঁড়ালে চেনাই  যায় না আকাশটা।

আকাশে তাকালে নিজেকেও অপরিচিত বোধ হয়।

নদী-জলের চলার গতি দেখে কী যেনো ভাবে মন।

বাতাসে কিছু হারানো স্পর্শকে খোঁজে পাওয়া যায়।

মগজের কোষে কোষে ভেসে রয় একরাশ বিষাদ।

বরফ গলার মতো ধীরে ধীরে ক্ষয়ে যায় দগ্ধ দৃষ্টি।