স্বল্প মূল্যের কিছু আকাশ বিক্রি হবে,
নগদ বা বাকিতে কেনার সুযোগ রবে।
কিনবে কি কেউ একটা ধূসর আকাশ!
কিস্তিতেও পাবে, হয়ো নাকো হতাশ।
কয়েকে মিলে ভাগাভাগি, তাও সম্ভব,
চুক্তিপত্রে লিখে দিবো নামধাম নীরব।
কেনার পর বদলানোর সুযোগ আছে,
বেশ কিছু আকাশ দেখো পড়ে আছে।
যদি চায় কেউ ব্যবহার পরেও ফেরৎ,
তৎক্ষণাৎ গৃহিত হবে, সম্পর্ক বলবৎ।