খুউব চেনা এক গন্ধ মেখে গায়ে
স্বপনে হারাই, সমুদ্রে ভাসি নায়ে।
মন চাইলেও দিতে পারি না পাড়ি
শৈশবের সেই কলরবমুখর বাড়ি।
খুউব চেনা এমন গন্ধ মেখে গায়
মনের সৌরভ সে বাতাসে ছড়ায়।
যেমনটা করে যমদূত এসে বসে-
শেকড়সহ উপড়ে ফেলে নিমেষে।
যদিও দেহজুড়ে অঙ্কিত সব পাপ
ঘুমিয়ে থাকে শুয়োরছানার বাপ।
অদ্ভুত এসব দৃশ্য দেখে গোপনে
আনমনে যাচ্ছি হেঁটে সমুদ্র পানে।