ছেড়ে দিবে ঘরবাড়ি, ত্যাগ দিবে সংসার,
নির্দেশ নেই নবীজির, বিধান নয় স্রষ্টার।

নবী ও রসূল কেউ করেনি বৈরাগ্য বরণ,
সুখে-দুঃখে সংসার করে গেছে আমরণ।

প্রভুর পথে সাজিয়েছে সংসার চমৎকার,
গড়েছে জীবন পরিবার সমাজ রাষ্ট্র তার।

সত্য সুন্দর ন্যায়ের সমাজ গঠনের তুল্য,
নেই কোনো মহৎ উপাসনা সর্ব সাকুল্য।