আজ খুব সুক্ষ কৌশলে
অথবা দক্ষ ক্ষমতাবলে
দখল করে নিয়েছো তুমি
অন্যের ভিটেমাটি জমি,
স্বভাবের কী দেবে শেষে
জবাব সে উত্থান দিবসে?
কীবা করে চোকাবে দেনা
পাওনাদারের চেনাজানা?
মেরে খাওয়া সম্পদ সব
কাঁধে ঝুলিয়ে দিবেন রব,
দখলের ভূমি এক বিগত
খুঁড়বে সাত তবক যাবৎ।
বিচার মাঠে উঠবেই সাথ
যতো যা কিছুই আত্মসাৎ
করে করে করেছো জমা,
হবে পরিশোধ, নাই ক্ষমা।