যেই বুঝেছি হয়েছি বড়ো, দায়িত্বের বোঝা পাহাড় সমান,
সযত্নে মাথায় তুলে দেয় কেউ একে একে সাত আসমান।
যেই বুঝেছি জীবন পথে রাজপথ অলিগলি খুব বিপজ্জনক,
মুহূর্তেই কেউ টেনে এনে দেখিয়ে দেয় যাত্রায় নতুন চমক।
চেনা মানুষ অচেনা হয়, পরিচিত মুখ ঝাপসা হয়ে আসে,
অজানা ঠিকানায় আশ্রয় হয়, ভ্রাম্যমাণ জীবনের তালাশে।
মাটির শরীর ক্ষয়ে ক্ষয়ে যায়, রয়ে যায় কেবল ক্ষতচিহ্ন,
খসে যেতে থাকে আনন্দের পত্র-পল্লব, সুখ শখ নিশ্চিহ্ন।
ভুল করে হলেও জমা পড়ে শোকের প্রাচুর্য নামে-বেনামে,
যতোই পারে পোড়ায় হৃদয়, আত্মাটা পুড়ে সস্তা সংগ্রামে।