শাদা জবার সৌন্দর্য কাছে টানতে পারেনি আমায় কভু,
আমি ভাঙাচোরা আত্মার জোড়াতালি দেয়া মানুষ তবু।
লাল গোলাপের প্রস্ফুটনও আন্দোলিত করেনি কখনো,
রক্তে শিরায় মিশে থাকা কষ্টের নির্যাস কাটেনি এখনো।
পাখির ঠোঁটে লেগে থাকা সুর বিমোহিত করে না আর,
বাতাসের শব্দে কান পেতে শুনি আত্মার আর্ত চিৎকার।
জোছনাভরা দীঘি পাড়ের মুহুর্তগুলোও জড়ায় বিবাদে।
কিছু অভিশাপ অনুতাপ প্রতাপ দেখিয়ে কাঁদায় বিষাদে।
ঝর্ণার শরীর বেয়ে যে অশ্রু গড়িয়ে নদী-সাগরে মিশে,
কে হিসেব রেখেছে অতো, কে খুঁজেছে কারণ নিমেষে।