মানুষের নিঃশ্বাসেরও একটা ওজন থাকে।
বুঝার সে বুঝে, কে বোঝাতে পারে কাকে!
গরম হাওয়ায় আলতো কান পেতে দিলেই
শুনা যায় বীভৎস ক্রন্দন ধ্বনি, নিমেষেই।
ঘুমহারা রাত বুক চাপড়ানো ব্যথা বেদনায়
কুৎসিত খুব গীত গায় বিলাপের বাহানায়।
অদূরে আঁধার, মেঘ ভেঙে পড়ে বৃক্ষঢালে,
ডুবে যায় নিষ্পেষিত জীবন দীঘির জলে।
অমাবস্যার মধ্য-রাতে কাঁধে চড়ে কংলাক,
দীর্ঘশ্বাসে চারপাশ ভারি হয়ে রয়, অবাক।
মুগ্ধ বালুচরে লুকোচুরির খেলা করে রোদ,
বুকের ভেতর দাউদাউ জ্বলে অগ্নি বারুদ।
শুকনো আমপাতার কচ-মচ শব্দও যেনো
কানে বুলেটের শব্দ, অসভ্য অশ্রাব্য বন্য।
প্রিয় মুখের মধুর ভাষ্যও রহস্যময় ভীষণ,
আরাধনাও পরাধীন, অশোভন সংশোধন।