আকাশেতে আলোর মিছিল,
চাঁদখানা খুব নব বধূর মুখ,
তারকারা যেনো ফুটফুটে-
বাচ্চাদেরই উল্লসিত চিবুক।
কী দিয়ে বাঁধবে সুখের ঘর
বাতাসে মেঘের অশ্রু হলে?
কী দিয়ে সাজাবে সংসার-
মেঘের বুকেতে ঝর্ণা বইলে?
নিভে যাওয়া প্রদীপ আলো
রাত গভীর জ্বলে উঠে যদি,
কেমনে দুঃখ লুকোবে শুনি-
ঠোঁটের হাসি ফুটে নিরবধি।