একটা কালো বাক্সে কিছু দুঃখ পুরে আমাকে দেখতে এসো।
বিনিময়ে পাবে একটা শুকনো সোনার খনি, তিন তলা নদী,
একখণ্ড কাঠের আকাশ, মোমের পাহাড়, চমচম, চকোলেট,
বাতাসের থৈথৈ অস্থিরতা, ব্যস্ততার সুঘ্রাণ, পাথরের পূর্ণিমা,
রোদের বৃষ্টি, গরম বৃষ্টিজল, কুয়াশার প্রসাধনী, চায়ে চুমুক,
মাংসের রুটি ডালের কাবাব, নুনপানি, কেরোসিনের সুঘ্রাণ।
দিতে চাই এক টুকরো ভালুকের চামড়া আর হরিণের খুরি,
খরগোশের জিহ্বা, এক জোড়া বিড়ালের ঘোলাট রঙ চোখ।
পাকা ধানের সাথে মিশানো বড়ই পাতা' রসদ, সিংহের ভ্রু,
চিমটি কেটে তুলে দিবো বাঘের ঘোপ, কাঠবিড়ালির লোম।
ভেবে ভেবে আঁধারের মালিকানা, অমাবস্যারও স্বত্বাধিকার,
বেদুঈন ঘুরপাক, ঘূর্ণি বার্তা, বাঁদুরে বন, সমুদ্রের তলদেশ।