ফেলে আসা দিনগুলোর আহত স্মৃতিরা মিলে-
চাপা কষ্ট নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে,
করজোড় কাতর মিনতি করি সকালে বিকালে
এখনো যে হয়নি সময়, ফিরে যাও আড়ালে।
হৃদয় সুড়ঙ্গে গাঢ় গভীর আঁধারে তাদের পুরি,
লুকিয়ে চুকিয়ে লোকচক্ষুর বেশ আড়াল করি।
বিদ্রোহের ক্রোধবহ্নি নিয়ে তবু তারা সরাসরি
বারে বারে ফিরে আসে, জ্যান্ত জ্বলেপুড়ে মরি।