আমি কবি নয় যে
তোমার শূন্যতায় কাব্য লিখব,
আমি পাখি নয় যে
ডানা মেলে পরাণ পাখির খবর নিব,
আমি মেঘ নয় যে
তোমার শূন্যতায় ঝরে ঝরে একটু হাল্কা হব।

আমি প্রেমিক
প্রেমিকার অবর্তমানে
বিষণ্ণ তো একটু হবই !