ফেইচবুকের সার্চে হঠাৎ পাওয়া
ভাবিনি সম্ভব হবে কোনোদিন ।
আগে ওকে বারবার খুঁজেছি
হাজার নামের সারিতে,
তাকে পাবো ;তাই মনকে রেখেছি চাঙা;
আজ পেয়েছি, অনুরোধ পাঠিয়েছি বন্ধু লিস্টে যায়গা পাবার
হয়তো চিনবে না আমায়
মনে হল , কতদিনের অদেখা, একটা গভীর দুরত্ব;
তৈরি হয়েছে নিজেদের মাঝে
যে দুরত্ব সমুদ্রের শেষ সীমানায়
গহীন সবুজের বনে ।
অস্থির হল আমার সমস্ত দেহ-মন
চেনা বন্ধুকে পেলাম অচেনার গাম্ভীর্যে ।।
হঠাৎ যদি সে অচেনাকে ফেলে দিয়ে
আমাকে চেনার মাঝে করে আবিষ্কার
বন্ধুর পথ যাবে খুলে
চ্যাট হবে শুরু -
কেমন যাচ্ছে দিন, কাটছে জীবন, ‘আমি-তুমি’ হীন
ইত্যাদি ।
অথবা, সে থাকবে অচেনার মত চেয়ে
মেসেঞ্জার দেখবে বিরক্তি ভরা চাহনিতে
দিবে অত্যন্ত ছুটো দুটো- একটা জবাব,
বা দিবেই না
বুঝিয়ে দিবে উত্তর না দেবার ভঙ্গিমায়
কেন এ- বিরক্ত কথা
এর চাইতে ভালো বন্ধু লিস্ট হতে দু’রে থাকা ।।
আমি থাকবো অন্য সারিতে ওর মিউচুয়্যাল সাথিদের সঙ্গে
ভাসতে থাকবো কল্পনার সাগরে তার সঙ্গ পেতে
তাকে ডাকবো কাছে, মনে সাহস নিয়ে
মেসেঞ্জার আর ইনবক্সের আড়ালে
বলবে, কী-বোর্ড চেপে
‘আমাকে বিরক্ত করো না,
সময় কোথা সময় নষ্ট করবার;
তোমাকে থাকতে হবে আমাকে ছেড়েই;
দূরে থাকবো আমি,
ডাকতে এসো না আর কোনোদিনই ।
জানতে চাইবো একটা প্রশ্নের জবাব মনে যা বাসা বেঁধেছে
শুনবো তার মুখে ।
উত্তর দিবে তো ?
হয়তো দিবে বা দিবে না
ব্যাস্ত থাকবে শত বন্ধুদের মাঝে
অবাক দৃষ্টিতে থাকিয়ে জানতে চাইবো
‘আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে –
কিছুই কি নেই বাকি?’
হয়তো রইবে চুপ করে;
অথবা বলবে,
‘রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে’।
খটকা লাগছে, কী জানি ভুল ভাবছি নাকি।
হয়তো বলবে,থাক, এখন যাও এখান থেকে’।
সবাইকে নিয়ে থাকবে ফেইচবুকে, আমাকে দূরে সরিয়ে ।