জীবন, কঠিন বাস্তবতার এক নাম
প্রকৃতির দেয়া নিয়তি মেনে এগিয়ে চলা
স্ব-ইচ্ছার মূল্য চাওয়া নিরর্থক
হাসি-আনন্দ দুঃখ-সুখের খেলা
থাকে জড়িয়ে জীবনের প্রতিক্ষনে
বিষাদময় বেঁচে থাকা আবার স্বর্গসুখ
সবই নিয়তির খেলা
কবিদের লেখায়
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
আবার
অপার হয়ে বসে আছি পারে লয়ে যাও আমায়,
ওহে দয়াময়
এই-তো জীবন !
পাওয়া না পাওয়ার অচেনা সুর
চাওয়ার হিসাব থাকে বহুদূর
তবুও স্বপ্ন দেখে দু-হাত পাতা
দু চোখ ভরে স্বপ্ন দেখা
সুখী হবো আমি সুখ পাবে আমায়
শূন্যতায় নয় আসবে পূর্ণতায় !