সেই যে গেলো
কোথায় গেলো, কেন গেলো
কি কারনে গেলো
সে তো আর ফিরে এলো না ।
সে যে গেলো – আর এলো না
কোথায় গেলো – ঠিকানা জানিনা
কেন গেলো – কারন জানিনা
তবুও গেলো , সে তো আর ফিরে এলো না ।
খুঁজেছি রাত বিরাতে , শুক আর সন্ধ্যা তারাতে
নীল আকাশের নীলিমাতে , অমাবস্যার অমানিসাতে
তারা ভরা রাতে , মধ্যরাতের পূর্ণিমাতে
খুঁজেছি তবুও – সে তো আর ফিরে এলো না ।
খুঁজেছি স্নিগ্ধ সকালে , ক্লান্ত দুপুরে
শেষ বিকেলে , গোধুলী লগনে
গ্রীষ্ম বর্ষা বসন্তে , শীত শরৎ হেমন্তে
খুঁজেছি তবুও – সে তো আর ফিরে এলো না ।
সেই যে গেলো
কোথায় গেলো, কেন গেলো
কি কারনে গেলো
সে তো আর ফিরে এলো না ।