তিনি সমাজ পতি
যার নাই কোন নীতি।
মানুষের মত আকৃতি
সমাজে আছে তার ভীতি।
এই সমাজের প্রতি
নাই তার কোন প্রীতি।
যখন যে গতি,
তখন কর সেই সিতি।
অর্থে তার খুব আসক্তি
সেক্ষেত্রে চলে না যুক্তি।
পড়ে যদি ভাগে কমতি
হয়ে যায় অগ্নি মুর্তি।
অন্যায় করে পায় মুক্তি
যদি করে তার ভক্তি।
আছে অর্থ আর পেশী শক্তি
মানতে হয় তার সব উক্তি।
জ্বলবে যখন শিক্ষার বাতি
পাবে না তুমি কোন গতি।
সমাজে বাড়বে সম্পৃতি
হবে কালো অধ্যায়ের সমাপ্তি।
__________________
ঢাকা, বাংলাদেশ ।