সব সত্য চাপা পড়ে
মিথ্যার আড়ালে,
মিথ্যা বুক ফুলিয়ে চলে
ছলেবলে আর কৌশলে।
সত্য যখনই সামনে আসে
সব মিথ্যা নড়ে বসে
খেলে তখন নতুন চালে
সত্য যায় বানে ভেসে।
মিথ্যা সে তো নড়বড়ে
একদিন সে চাপা পড়ে।
সত্যের নিশান উদয় হলে
মিথ্যা টিকে কিসের বলে?
সত্য কি আর চাপা থাকবে?
একদিন সে প্রকাশ পাবে।
মাথা নত করে, কাপুরুষের বেশে,
মিথ্যারা সব পালিয়ে যাবে।
মাথা উঁচু করে বুক ফুলিয়ে
সত্য আসে বীরের বেশে।
মিথ্যা বদ করেই তবে
সত্যের জয় হবে শেষে।
মিথ্যার চেয়ে সত্য বড়
নকল রেখে আসল ধরো।
মিথ্যা সব ঝেড়ে ফেলো
সত্য হলো জীবনের আলো।