আমরা মানুষ, সাধারণ মানুষ।
তোমরা আমাদের কে অবহেলা কর! অবজ্ঞা কর!
নেতা হয়েছ বলে? সমাজপতি হয়েছ বলে?
এই আমরা, সাধারণ মানুষ।
তোমাদেরকে এই স্থান দিয়েছি।
শাসন করার জন্য নয়, শোষন করার জন্য নয়,
কিংবা বঞ্চিত করার জন্য নয়।
আমাদের মৌলিক অধিকার গুলো
নিশ্চিত করার দায়িত্ব তোমাদের।
তা না করে বঞ্চিত করছো!
অবজ্ঞা করছো! অবহেলা করছো!
আমরা মানুষ, সাধারন মানুষ।
আমরা চাইলে তোমরা নেতা, তোমরা সমাজপতি।
কেন দেখনি? ইতিহাস কি বলে?
কত রাজা বাদশাহকে ক্ষমতাচ্যুত করেছে কারা!
এই আমরা।
আমরা মানুষ, সাধারণ মানুষ।
তোমাদের সেবক হওয়া কথা ছিল, শাসক নয়।
কেন মনে নেই, সেই দিনের কথা!
আমাদের দ্বারে দ্বারে এসে ভিক্ষে চেয়েছিলে!
সেবা করার সুযোগ দেওয়ার জন্য।
তবে কেন আমাদের বঞ্চিত করছো!
আমরাতো তোমাদের কাছে ভিক্ষে চাই না।
চাই আমাদের অধিকার।
আমরা মানুষ, সাধারণ মানুষ।