কবির মাথায় বাবরি চুল,
আত্ব অহমিকায় হয়ে ব্যকুল।
করোনা কবি এমন ভুল,
মাসুল দিয়ে পাবেনা কুল।
লোভ লালসায় হয়ে মশগুল,
হারিওনা কবি একুল ওকুল।
কাধে কবির পাটের ঝুলি,
মুখে আওরায় সাহিত্যের বুলি।
ধর্মের কথা যেওনা ভুলি,
নিয়ম কানন মেনে চলি।
ফোটাও কবি এমন ফুল,
শুভাশিত করো মানব কুল।