এমন যদি হতো!
বেকার যত যুবক আছে,
কর্ম পেয়ে যেত।
পিতামাতা'র দুঃখগুলো
লাঘব করা যেত।
এমন যদি হতো!
ধনীরা সব গরীবের তরে,
হাতটা বাড়িয়ে দিতো।
ধনী গরীব পার্থক্যটা,
কমিয়ে নেওয়া যেত।
এমন যদি হতো!
অহংবোধ পরিহার করে,
পাশাপাশি চলা যেত।
সমাজটাকে সামনে আরও
এগিয়ে নেওয়া যেত।
এমন যদি হতো!
ছদ্মবেশী মানুষ গুলো,
মূখোশ খুলে ফেলতো,
উন্নত এক সমাজ মোদের,
শান্তি আর সুখময় হতো।