এমন যদি হতো!
বকাটে যত যুবক আছে,
বাধ্য হয়ে যেত।
পিতা মাতার স্বপ্নগুলো সত্যি হয়ে যেত।
এমন যদি হতো!
ভালোবাসার মানুষ গুলো,
কষ্ট নাহি দিতো।
সুখের একটা জীবন মোদের,
গঠন করা যেত।
এমন যদি হতো!
সবাই নিজের দায়িত্ব টা,
সঠিক পালন করতো।
একে অন্যের হাসি মূখটা,
সদা দেখতে পেত।
এমন যদি হতো!
পরোপকারে হাতটা বাড়িয়ে দিতো।
সমাজটাকে উন্নত বলে,
গর্ব করা যেত।
এমন যদি হতো!
হিংসা বিদ্বেষ ভুলে সবাই,
হাতে হাত মিলাতো।
সমাজটাকে উন্নতির
সর্বোচ্চ শিকড়ে নেওয়া যেত।