সমাজ সেবক সেজে তুমি
করছো যে ভন্ডামী।
তাই তো তুমি আজ
সমাজে বিরাট নামীদামী।
ছলছাতুরী করে তুমি
আপন করে নিয়েছ সব।
কাকের মত তুমিও যেন
চোখটি বুজে লুকিয়ে রাখ
কুকর্ম আছে যত সব।
মুখোশ পরে তুমি যে আজ
সেজেছ সমাজ সেবক।
ভাবছো তুমি বুঝিনা আমরা
কুবুদ্ধির কান্ডকারখানা
তোমার যত সব।
ভুক্তভোগী আছেন যারা
সময় এলে তবেই তারা।
আঙুল তাদের করবে খাড়া
বলবে তুমায় এই দাড়াঁ।
তুমি আসল নাকি
মুখোশধারী সমাজ সেবক!
তখন তুমি পরবে ধরা
জানবে এপাড়া ওপাড়া।
তুমি হবে সর্বহারা
উন্নত সমাজ গরবো মোরা।