আমি তোমার ঐ দূরের
ক্লান্ত পথের নুইয়ে পড়া
কৃষ্ঞ চূড়ার ডাল,,,,
যার ছায়ায় তুমি জিরিয়ে নিবে
কালের পর কাল।,,,,
তাই আজো আমি দাঁড়িয়ে
তোমার অপেক্ষায়।,,,,
যদি কোনদিন ভুল করে
আসো এই পথে।,,,,
আমি আমার সব ফুল ঝরাবো
তোমার ভালবাসায়।,,,
পত্রঝড়া কোন পড়ন্ত বিকেলে,
থেকো তুমি দাঁড়িয়ে
তোমার নীল আঁচল বিছিয়ে।,,,,
সেদিন হবো আমি শূন্য,প্রাণহীন
করে তোমায় মনপ্রাণ বিলীন।,,,,
সেদিন হয়তো তুমি আঁচল গুটিয়ে
যাবে চলে আমায় পিছনে ফেলে।
তাকিয়ে রবো আমি
নিথর দেহে চোখ মেলে।,,,
হয়তো সেদিন আমি ধুলি হয়ে রবো মিশে
তোমার ঐ মেঠো পথে।,,,
হয়তো বা তখন চরবে তুমি
অন্য কোন সুখের রথে।,,,,
হয়তো বা আবার তুমি যাবে ভুলে
সুখে দুঃখে পাশে থাকার
ঐ নির্ঘুম রাতের কথা।,,,,