এমন কোনো দিন হবে না?
সেদিন তোমার গাওয়া সুরে
পারি দিয়ে দেব বারো মাস।।
এমন কোনো মুহূর্ত আসবে না?
যেখানে তোমার গাওয়া সুরে
ভুলে যাব একাকীত্ব জীবনের রাশ।।
এমন কোনো বিকেল পড়বে না?
যেখানে তোমার গাওয়া সুরে
চুমুকে চায়ের কাপ করবো শেষ।।
এমন কোনো সন্ধ্যা নামবে না?
যখন তোমার গাওয়া সুরে
সূর্যের আলো দেখা হবে নিমেষ।।
বেশি না,কল্পনার সেই দেড়টুকু লাইন
পারবে না শুনাতে?