প্রথম প্রেমের বিরহ জ্বালা
সইতে আমি প্রস্তুত।,,,,,
বুকে পাষাণ বেঁধে বিরহের কষ্ট
ভুলে যেতে আজো আছি রাজী,,,,,
পারবে কি তুমি কোনদিন
আমাকে ভুলে থাকতে?,,,,,
বা পারবে কি কেউ আমার মতো
তোমাকে ভালবাসতে?,,,,,
তারপরও তুমি পারলে কিভাবে
মাঝ পথে হাত ছেড়ে দিতে?,,,,
কিভাবেই বা পারলে তুমি
দূরে সরে যেতে?,,,,,,
জানি না আমি, এইসবের উত্তর
আছে কি তোমার কাছে?,,,,,
যদিও বা থাকে,
অবলিলায় জানিয়ে দিও,
এই আমাকে।,,,,,
রইব না আর তোমার অপেক্ষাতে,,,,
মনে করে উত্তর দিও
তোমার শেষ চিঠিতে।.....