রেখেছি তোমায় আমি
বাম অলিন্দের বুকের খাতায়,
তুমি রেখেছ আমায়
তোমার ঐ ডায়েরীর পাতায়।

তুমি ডায়েরি লেখ শখ করে
যখন থাকো অবসরে।
আর আমি থাকি দিন-রাত
তোমার অভিসারে।

আচ্ছা, তুমি কি খুব চঞ্চল?
নাকি খুব ব্যস্ত ঐ পাখির মতো?
চাইলেই তুমি উড়তে পারো
কি ইচ্ছেমতো?

সূর্য হেলানো বিকেলে শেষে
এই আকাশ হয়ে ঐ আকাশে।
এই গাছ থেকে ঐ গাছ করে
উড়ে এসে বসো
আমার পাতাহীন গাছে।
সারাদিনের দিনলিপি তোমার
লিখো হেসে হেসে।
তা দেখে মোর
দুঃখ পালায় এক নিমিষে।

হঠাৎ হলো একি!
ডানা ঝাপটাচ্ছ নাকি?
আর কতক্ষণই বা আছি
তোমার কলমেরই নিচে!
ও হ্যাঁ,,বুঝেছি অবশেষে।

বিকেলের এই গৌধূলি শেষে,
সব পাখি যায় ফিরে নীড়ে।
তুমিও বা থাকবে কেন বসে?
শুধুই ত থাকব আমি একা
এই প্রান্তরে টাঁই দাঁড়িয়ে।।