অবলা নারীর ঠিকানা কি কবরখানা?
হায়রে,,,, বাঙালি ললনা!
হয় না যে কেন তার তুলনা?
পদে পদে যতই হোক লাঞ্চনা
যতই পাক বঞ্চনা
ভাল খারাপ বোঝেও কি সে বোঝে না?
স্বামীর ঘর ছাড়া অন্যত্রই
কেন সে প্রাণ বায়ু ত্যাগ করতে চাই না?
হয়তো বা উত্তরে আসবে এটা
প্রত্যেক নারীরই স্বামীর ঘরই
তার আসল ঠিকানা।
কিন্তু সমাজের কতিপয়
স্বামীরূপী নর পিশাচরা
যে তা বোঝতে চাই না।
তবে কি তারা এটা বোঝাতে চাই?
একটা অবলা নারীর আসল ঠিকানা
তার করুণ মৃত্যুর ফল কবরখানা!!