মায়া ভরা অপরূপ,,
হরিনী ঐ দুটি চোখ
দেখে যেন পাই স্বাদ
সঞ্জীবনী সুখ।,,,,,
কাজল মাখা ঐ দু চোখে
যবে তাকাও আমার দিকে
হারায় আমি
সেই মুহূর্তে আনন্দলোকে।,,,
যখন তুমি দেখো
আমায় চেয়ে অপলকে।,,,,
তখন আমি ক্ষান্ত হয়
শত কাব্য লিখে। ,,,
লিখতে গিয়ে কাব্য আমি,
যদি হারায় ছন্দ,,,
বুঝে নিও তখন আমি
তোমার প্রেমে অন্ধ।,,,,,
যদিও বা আবার
লিখতে বসি হয়ে উদাসী,,,,
বুঝে নিও তখন তোমায়
অনেক ভালবাসি।।,,,,